হাবিপ্রবিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
প্রকাশিত : ২০:২১, ৩ জুলাই ২০২২
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দানেশ ব্লাড ব্যাংক এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় কৃষি অনুষদের একাডেমিক ভবন-১ এর সামনে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস এর পরিচালক ড. এন.এইচ.এম রুবেল মজুমদার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল মোমিন শেখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাঝে এ ধরণের মানবিক ও সামাজিক কাজের গুণাবলী অবশ্যই থাকতে হবে। বঙ্গবন্ধু সব সময় বলেছেন, শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের এই আয়োজনকে স্বাগত জানাই পাশাপাশি এ ধরণের কাজে প্রশাসনের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা কাজ করব।
পরবর্তীতে দানেশ ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. খালেদ হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কেআই//
আরও পড়ুন